Hi

ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে মটর সাইকেল, পিকআপ ভ্যান ও আলমসাধুর ত্রিমুখী সংঘর্ষ |

ঝিনাইদহের কোটচাঁদপুরে মটর সাইকেল, পিকআপ ভ্যান ও আলমসাধুর ত্রিমুখী সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর-জিয়ানগর সড়কের ঘাগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে জিয়ানগরের চুলকানি বাজারের দিক থেকে ঔষধ কোম্পানির একটি পিকআপ ভ্যান আসছিল। বিপরীত দিক থেকে আসছিল ধান বোঝাই একটি আলমসাধু। ঘাগা এলাকায় পৌঁছালে হঠাৎ দুই গাড়ির মাঝখানে পড়ে যায় একটি মোটরসাইকেল। তাকে বাঁচাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তিনটি যানবাহন।

এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী চঞ্চল হোসেন (৩৮) ও তার স্ত্রী রুনা খাতুন (২৫)। তারা কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের বাসিন্দা। আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক মোজাম আলী (৪৫)। তিনি বর্তমানে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যান ও আলমসাধু উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছেন।

দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ঝিনাইদহে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণে শিক্ষা অফিসারদের চাঁদাবাজী

কোটচাঁদপুরে মটর সাইকেল, পিকআপ ভ্যান ও আলমসাধুর ত্রিমুখী সংঘর্ষ |

আপডেট : ০২:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ঝিনাইদহের কোটচাঁদপুরে মটর সাইকেল, পিকআপ ভ্যান ও আলমসাধুর ত্রিমুখী সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর-জিয়ানগর সড়কের ঘাগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে জিয়ানগরের চুলকানি বাজারের দিক থেকে ঔষধ কোম্পানির একটি পিকআপ ভ্যান আসছিল। বিপরীত দিক থেকে আসছিল ধান বোঝাই একটি আলমসাধু। ঘাগা এলাকায় পৌঁছালে হঠাৎ দুই গাড়ির মাঝখানে পড়ে যায় একটি মোটরসাইকেল। তাকে বাঁচাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তিনটি যানবাহন।

এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী চঞ্চল হোসেন (৩৮) ও তার স্ত্রী রুনা খাতুন (২৫)। তারা কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের বাসিন্দা। আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক মোজাম আলী (৪৫)। তিনি বর্তমানে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যান ও আলমসাধু উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছেন।

দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।