চাকরি স্থায়ীকরণ, বয়সসীমা শিথিলসহ চার দফা দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ওজোপাডিকোর (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) লাইন সহকারীরা।
বুধবার সকালে কর্মসূচির তৃতীয় দিনে শহরের বিদ্যুৎ অফিস চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন লাইন সহকারীরা। এ সময় তারা বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং প্ল্যাকার্ড বহন করে তাদের দাবি তুলে ধরেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন লাইন সহকারী ইমামুল হক রকি, রিপন হোসেন, শাহীন আলম, শাকিল আহম্মেদসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করলেও দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ী হয়নি। নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে:
১. লাইন সাহায্যকারী (গ্যাটিস) শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ
২. চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশোধনী এনে বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল
৩. শারীরিকভাবে বিকলাঙ্গ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী চাকরি স্থায়ীকরণ
৪. কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবারের যোগ্য সদস্যদের চাকরি প্রদান
আন্দোলনকারীরা জানান, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।