ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস”। বৃহস্পতিবার (২৬ জুন) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালির মাধ্যমে মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনজুর মোর্শেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তি নয়, পুরো সমাজ ও দেশের জন্য হুমকিস্বরূপ। এ থেকে সমাজকে রক্ষা করতে হলে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি জরুরি।
সভা শেষে মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের উৎসাহ দিতে অতিথিরা তাদের হাতে সনদপত্র ও উপহার তুলে দেন।
এই কর্মসূচির মাধ্যমে মাদকবিরোধী জনসচেতনতা আরও বিস্তৃত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।