ঝিনাইদহে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সবজি চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরবরাহ কমে এর প্রভাব পড়েছে বাজারদরে। গত এক সপ্তাহে সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কাঁচা মরিচে। পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২২০ থেকে ২৩০ টাকায়, শহরের বাজারগুলোতে তা ২৬০ থেকে ২৮০ টাকা পর্যন্ত পৌঁছেছে।
সোমবার (১৪ জুলাই) ঝিনাইদহ জেলার বিভিন্ন বাজার ঘুরে দামের তারতম্য লক্ষ্য করা গেছে। এদিকে সবজি ব্যবসায়ীরা জানিয়েছেন, বৃষ্টিতে মরিচগাছসহ বিভিন্ন সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফলে উৎপাদন কম থাকায় বেড়েছে দাম।
সদর উপজেলার হলিধানী বাজারের ব্যবসায়ী কলম আলী বলেন, গত সপ্তাহে মরিচের দাম ছিল ১৬০ থেকে ১৮০ টাকা, যা বর্তমানে বেড়ে স্থানভেদে ২৩০ থেকে ২৫০ টাকায় ঠেকেছে। এছাড়া খুচরা বাজারে আরও ৩০ থেকে ৪০ টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছে।
ঝিনাইদহ পৌর বাজারসহ জেলার বিভিন্ন গ্রামীণ বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে পটল বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকা, টমেটো ১০০ থেকে ১১০ টাকা, আমড়া ২৫ থেকে ৩০ টাকা, কচু ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকাসহ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে দেশী পিয়াজ বিক্রি হচ্ছে।
সোহাগ হোসাইন নামের এক ক্রেতা বলেন, ৬০ টাকার মরিচ এখন কিনতে হচ্ছে ২৫০ টাকা। প্রতিদিনই সবজিসহ কাঁচামালের দাম বাড়ছে।
ছোটন মোল্লা নামে এক ক্রেতা বলেন, বর্তমানে বাজারের সবজির দাম এতটাই বেড়েছে যে প্রয়োজনের থেকে সীমিত পরিমাণে নিতে হচ্ছে।
পাইকারি আড়ৎদার শামসুল ইসলাম বলেন, টানা বৃষ্টিতে ক্ষেত ডুবে গেছে। মরিচের গাছ নষ্ট হয়ে যাচ্ছে। সরবরাহ স্বাভাবিক না হলে দাম আরও বাড়তে পারে বলে আশংকা করছি।