Hi

ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাক বোলারদের দাপটে দিশেহারা হংকং

  • Reporter Name
  • আপডেট : ০৯:১৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • ২৬ জন দেখেছে

পাকিস্তানের দেয়া ১৯৪ রানের টার্গেটে খেলতে নেমে খেই হারিয়ে ফেলেছে হংকং। ৩১ রান তুলতেই দলটি হারিয়ে ফেলে টপ অর্ডারের ৬ উইকেট।

হংকং শিবিরে প্রথম আঘাত হানেন ভারতের বিপক্ষে দুর্দান্ত বল করা নাসিম শাহ। দলীয় ৩য় ও নিজের ২য় ওভারে বোলিংয়ে এসে প্রথম সাফল্য পান নাসিম। ওভারের দ্বিতীয় বলে নিজাকাত খানকে ফেরান এই পেসার। একই ওভারের পঞ্চম বলে আবারও নাসিমের আঘাত। এবার তার গতিতে পরাস্ত হয়ে বোল্ড হন বাবর হায়াত। হংকংয়ের রান তখন ১৬।

পঞ্চম ওভারে হংকংয়ের আরেক ওপেনার ইয়াসিম মুর্তজাকে ফেরান শাহনেওয়াজ ধানি। আর সপ্তম ওভারে দলীয় ২৫ রানে লেগ স্পিনার শাদাব খানের বল বুঝতে না পেরে বোল্ড হন আইজাজ খান।

পরের ওভারে হংকং ইনিংসে আবারও আঘাত হানেন পাক বোলাররা। এবার উইকেট সংগ্রহের মিছিলে যোগ দেন মোহাম্মদ নওয়াজ। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কিঞ্চিত শাহকে। ২ বল বাদে ফের আঘাত নওয়াজের। এবার হংকংয়ের উইকেটকিপার স্কট ম্যাককেনিকে সরাসরি বোল্ড করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দলটির সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৩ রান।

জনপ্রিয়

ঝিনাইদহে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণে শিক্ষা অফিসারদের চাঁদাবাজী

পাক বোলারদের দাপটে দিশেহারা হংকং

আপডেট : ০৯:১৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

পাকিস্তানের দেয়া ১৯৪ রানের টার্গেটে খেলতে নেমে খেই হারিয়ে ফেলেছে হংকং। ৩১ রান তুলতেই দলটি হারিয়ে ফেলে টপ অর্ডারের ৬ উইকেট।

হংকং শিবিরে প্রথম আঘাত হানেন ভারতের বিপক্ষে দুর্দান্ত বল করা নাসিম শাহ। দলীয় ৩য় ও নিজের ২য় ওভারে বোলিংয়ে এসে প্রথম সাফল্য পান নাসিম। ওভারের দ্বিতীয় বলে নিজাকাত খানকে ফেরান এই পেসার। একই ওভারের পঞ্চম বলে আবারও নাসিমের আঘাত। এবার তার গতিতে পরাস্ত হয়ে বোল্ড হন বাবর হায়াত। হংকংয়ের রান তখন ১৬।

পঞ্চম ওভারে হংকংয়ের আরেক ওপেনার ইয়াসিম মুর্তজাকে ফেরান শাহনেওয়াজ ধানি। আর সপ্তম ওভারে দলীয় ২৫ রানে লেগ স্পিনার শাদাব খানের বল বুঝতে না পেরে বোল্ড হন আইজাজ খান।

পরের ওভারে হংকং ইনিংসে আবারও আঘাত হানেন পাক বোলাররা। এবার উইকেট সংগ্রহের মিছিলে যোগ দেন মোহাম্মদ নওয়াজ। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কিঞ্চিত শাহকে। ২ বল বাদে ফের আঘাত নওয়াজের। এবার হংকংয়ের উইকেটকিপার স্কট ম্যাককেনিকে সরাসরি বোল্ড করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দলটির সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৩ রান।