জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সাথে পিন্ডি ও দিল্লীর আদিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজ রাতে ‘জুলাই পদযাত্রায় টাঙ্গাইলে এসে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
তিনি আরো বলেন, মাওলানা ভাসানী ছিলেন ৬৯এর গন অভ্যুথানের কারিগর। ভাসানী যে মেহনতী মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপি সেই উদ্যেশেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মাওলানা ভাসানীর পথ অনুসরন করেই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই।পদযাত্রাকে সফল করতে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নাগরিক পার্টির নেতারা।
মাজার জিয়ারত শেষে তারা রাতে টাঙ্গাইল সার্কিট হাউজে রাত্রী যাপন করবেন।
জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় সকাল সাড়ে ১০ টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকেপদযাত্রা শুরু করে পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালামোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।
শিরোনামঃ
মাওলানা ভাসানীর পথ অনুসরন করেই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই নাহিদ ইসলাম
-
Reporter Name
- আপডেট : ০৩:৫৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- ৭ জন দেখেছে
জনপ্রিয়