Hi

ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রুপির আরও দরপতনের শঙ্কা

  • Reporter Name
  • আপডেট : ১০:৩৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • ৩৭ জন দেখেছে

চলতি সপ্তাহের শুরুতেই ডলারের সাপেক্ষে রেকর্ড দরপতন হয়েছিল ভারতীয় রুপির। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদ বৃদ্ধি চালিয়ে গেলে সেই ধারা বজায় থাকবে বলেই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞদের একাংশ। ইতিমধ্যেই রুপির পতনের কারণে বেড়েছে আমদানি ব্যয়, যার জেরে বাণিজ্যঘাটতি রেকর্ড অঙ্কে পৌঁছেছে।

এদিকে বুধবার সরকারি পরিসংখ্যানে প্রকাশ, এপ্রিল-জুলাই প্রান্তিকে ভারতের রাজস্বঘাটতিও বাজেট লক্ষ্যমাত্রার ২০ দশমিক ৫ শতাংশ স্পর্শ করেছে। কেন্দ্রের আশা, এবার রাজস্বঘাটতি জিডিপির ৬ দশমিক ৪ শতাংশে বেঁধে রাখতে অসুবিধা হবে না।

চলতি বছর এখন পর্যন্ত ডলারের সাপেক্ষে ৭ দশমিক ৬৩ শতাংশ দরপতন হয়েছে রুপির। কিছুদিন আগে ৮০-এর ঘর পার করা ডলারের দাম এখন ৭৯ দশমিক ৫২ রুপি। সেই পতন আটকাতে নিয়মিত মাঠে নামতে হয়েছে রিজার্ভ ব্যাংককে, যার জেরে ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার গত বছরের সেপ্টেম্বরের ৬৪ হাজার ২০০ কোটি ডলারের রেকর্ড অঙ্ক থেকে এ বছর ১৯ আগস্ট শেষ হওয়া সপ্তাহে নেমেছে ৫৬ হাজার ৪০৫ দশমিক ৩ কোটি ডলারে।

ডেলয়েট ইন্ডিয়ার অন্যতম অংশীদার পি এন সুদর্শন বলছেন, রুপির আরও দরপতন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তথ্যপ্রযুক্তি ও রপ্তানি শিল্প আবার এ ধরনের ধসেরই অপেক্ষায় থাকে। পিডব্লিউসির ভারতীয় অংশীদার রণেন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ফেডের বার্তায় ডলারের সাপেক্ষে সব দেশের মুদ্রার দরপতন হচ্ছে।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্ট মাসে ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন হয়েছে ৫ শতাংশ। এর আগে ২০১৬ সালের অক্টোবর মাসে অর্থাৎ ব্রেক্সিট ভোটের পর পাউন্ডের এতটা দরপতন হয়েছিল।

ট্যাগ :
জনপ্রিয়

ঝিনাইদহে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণে শিক্ষা অফিসারদের চাঁদাবাজী

রুপির আরও দরপতনের শঙ্কা

আপডেট : ১০:৩৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

চলতি সপ্তাহের শুরুতেই ডলারের সাপেক্ষে রেকর্ড দরপতন হয়েছিল ভারতীয় রুপির। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদ বৃদ্ধি চালিয়ে গেলে সেই ধারা বজায় থাকবে বলেই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞদের একাংশ। ইতিমধ্যেই রুপির পতনের কারণে বেড়েছে আমদানি ব্যয়, যার জেরে বাণিজ্যঘাটতি রেকর্ড অঙ্কে পৌঁছেছে।

এদিকে বুধবার সরকারি পরিসংখ্যানে প্রকাশ, এপ্রিল-জুলাই প্রান্তিকে ভারতের রাজস্বঘাটতিও বাজেট লক্ষ্যমাত্রার ২০ দশমিক ৫ শতাংশ স্পর্শ করেছে। কেন্দ্রের আশা, এবার রাজস্বঘাটতি জিডিপির ৬ দশমিক ৪ শতাংশে বেঁধে রাখতে অসুবিধা হবে না।

চলতি বছর এখন পর্যন্ত ডলারের সাপেক্ষে ৭ দশমিক ৬৩ শতাংশ দরপতন হয়েছে রুপির। কিছুদিন আগে ৮০-এর ঘর পার করা ডলারের দাম এখন ৭৯ দশমিক ৫২ রুপি। সেই পতন আটকাতে নিয়মিত মাঠে নামতে হয়েছে রিজার্ভ ব্যাংককে, যার জেরে ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার গত বছরের সেপ্টেম্বরের ৬৪ হাজার ২০০ কোটি ডলারের রেকর্ড অঙ্ক থেকে এ বছর ১৯ আগস্ট শেষ হওয়া সপ্তাহে নেমেছে ৫৬ হাজার ৪০৫ দশমিক ৩ কোটি ডলারে।

ডেলয়েট ইন্ডিয়ার অন্যতম অংশীদার পি এন সুদর্শন বলছেন, রুপির আরও দরপতন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তথ্যপ্রযুক্তি ও রপ্তানি শিল্প আবার এ ধরনের ধসেরই অপেক্ষায় থাকে। পিডব্লিউসির ভারতীয় অংশীদার রণেন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ফেডের বার্তায় ডলারের সাপেক্ষে সব দেশের মুদ্রার দরপতন হচ্ছে।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্ট মাসে ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন হয়েছে ৫ শতাংশ। এর আগে ২০১৬ সালের অক্টোবর মাসে অর্থাৎ ব্রেক্সিট ভোটের পর পাউন্ডের এতটা দরপতন হয়েছিল।