ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যনন্দনপুর ইউনিয়নের শেখড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে সশস্ত্র হামলার চেষ্টা এবং পরে স্থানীয়দের সহায়তায় ডাকাত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুইটি মোটরসাইকেল, আট রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলো-উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের সানাউল্লাহ মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেল, আজগর আলী শেখের ছেলে আলী রাজ শেখ ও মৃত কিয়াম উদ্দিনের ছেলে সোবাদ আলী মোল্লা।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে শেখড়া গ্রামের জিয়া মন্ডলের সাথে দক্ষিণ মনোহরপুর গ্রামের সাইফুল ইসলাম পাভেলের বিরোধ ছিলো। বৃহস্পতিবার সকালে জিয়া মন্ডল ও তার লোকজন পাভেলের পিতা সানাউল্লাহকে মারধর করে। এরই জেরে রাত সাড়ে ১১ টার দিকে পাভেল লোকজন নিয়ে জিয়ার বাড়িতে এসে ধাক্কাধাক্কি করে। জিয়ার বাড়ির লোকজন ডাকাত বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। সেসময় পাভেলসহ তার লোকজনকে গণপিটুনি দেয়। স্থানীয়রা পাভেল, আলী রাজ ও সোবাদ আলী মোল্লাকে আটক করে সেনাবাহিনীকে খবর দেয়। পরে শৈলকুপা আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে শৈলকুপা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শিরোনামঃ
শৈলকুপায় ডাকাত সন্দেহে আটক ৩, অস্ত্র উদ্ধার
-
ঝিনাইদহ প্রতিনিধি-
- আপডেট : ০৪:০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- ৯৪ জন দেখেছে
ট্যাগ :
জনপ্রিয়