ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। সেসময় ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।
স্থানীয়রা জানায়, উমেদপুর ইউনিয়নের রয়েড়া গ্রামের আলাউদ্দিন শাহ’র ছেলে জলিল শাহ’র সাথে জমি নিয়ে বিরোধ ছিলো একই এলাকার মজিবর শাহ’র ছেলে সেলিম শাহ’র।
সোমবার দুপুরে জলিল শাহ বাড়ির জমি মাপার সময় সেলিম শাহ’র সাথে বাক-বিতন্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে সেলিম শাহ তার লোকজন নিয়ে জলিলের বাড়িতে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে একটি ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।