ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হামিরহাটি ও কলাফুলা গ্রামে এক রাতে দুই পরিবারের নগদ অর্থ ও সোনার গহনা লুট করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে গত ৩০ জুলাই, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে।
হামিরহাটি গ্রামের নবীছদ্দির বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অচেতন করে নগদ ২০-২৫ হাজার টাকা এবং প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার সোনার গহনা নিয়ে যায়।
নবীছদ্দি জানান, “হঠাৎ ঘুম ভেঙে দেখি ভয়াবহ দৃশ্য। বাড়ির ৫টি কক্ষের মধ্যে ৪টিই এলোমেলো। আমাদের ধারণা, অচেতন করার কোনো স্প্রে ব্যবহার করে সবাইকে ঘুমে অচেতন করে তারা সব লুট করে নেয়।”
একই রাতেই পাশের গ্রাম কলাফুলার আঃ রশিদের বাড়িতেও একই কৌশলে হামলা চালায় দুর্বৃত্তরা। সেখানে ৫ লাখ ৩০ হাজার টাকা নগদ অর্থ এবং সাড়ে ৫ ভরি সোনার গহনা লুট করে তারা।
আঃ রশিদের পরিবার জানায়, “তারা কেবল টাকা ও গহনাই নিয়েছে। পাশে থাকা মোবাইল ফোন, ল্যাপটপসহ কোনো জিনিসপত্রে হাতও দেয়নি।”
এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে হরিনাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করেছে।
হরিনাকুণ্ডু থানার ওসি মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।