Hi

ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে কিশোরীকে উদ্ধার করতে এসে হামলায় আহত যশোরের তিন পুলিশ সদস্য

  • Reporter Name
  • আপডেট : ০৫:৪১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ২৬ জন দেখেছে

ঝিনাইদহে কিশোরীকে উদ্ধার করতে এসে হামলায় আহত যশোরের তিন পুলিশ সদস্য

ঝিনাইদহের কালীগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করতে এসে হামলায় যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত তিন পুলিশ সদস্য হলেন যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাপস কুমার পাল, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন।

স্থানীয় লোকজন জানান, সম্প্রতি বাকুলিয়া গ্রামের ইমাদুলের ভায়রার ছেলে সুজন হোসেন যশোর থেকে এক কিশোরীকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করেন। এ ঘটনায় মেয়ের পরিবার যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেন। এরপর যশোর থানার পুলিশের সদস্যরা সোমবার দুপুরের পর কালীগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধারে ওই গ্রামে যান। বাকুলিয়া গ্রামের ইমাদুলের বাড়িতে গিয়ে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন নারী-পুরুষ পুলিশের ওপর হামলা করেন। এ সময় তাঁরা পুলিশের কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্য ও কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ সদস্যদের ওপর হামলা ঠেকাতে গিয়ে আহত হন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আছাদুজ্জামান আসাদের স্ত্রী মোছাম্মদ মাছুরা খাতুন। পরে আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহত কনস্টেবল রাবেয়া খাতুন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় ছয়–সাতজন পুরুষ এসে আমাকে বলে, হাত ছেড়ে দাও। হাত না ছাড়াই আমাকে এবং আমার সঙ্গে থাকা নারী কনস্টেবলকে মারপিট শুরু করে। তারা আমাদের বেধড়ক মারপিট করে।’

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, যশোর কোতোয়ালি থানার-পুলিশ কালীগঞ্জ থানার সহযোগিতায় বাকুলিয়া গ্রামের কিশোরী উদ্ধারে গেলে হামলার শিকার হয়। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনো এ বিষয়ে থানায় মামলা হয়নি।

ট্যাগ :
জনপ্রিয়

ঝিনাইদহে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণে শিক্ষা অফিসারদের চাঁদাবাজী

ঝিনাইদহে কিশোরীকে উদ্ধার করতে এসে হামলায় আহত যশোরের তিন পুলিশ সদস্য

আপডেট : ০৫:৪১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

ঝিনাইদহে কিশোরীকে উদ্ধার করতে এসে হামলায় আহত যশোরের তিন পুলিশ সদস্য

ঝিনাইদহের কালীগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করতে এসে হামলায় যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত তিন পুলিশ সদস্য হলেন যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাপস কুমার পাল, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন।

স্থানীয় লোকজন জানান, সম্প্রতি বাকুলিয়া গ্রামের ইমাদুলের ভায়রার ছেলে সুজন হোসেন যশোর থেকে এক কিশোরীকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করেন। এ ঘটনায় মেয়ের পরিবার যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেন। এরপর যশোর থানার পুলিশের সদস্যরা সোমবার দুপুরের পর কালীগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধারে ওই গ্রামে যান। বাকুলিয়া গ্রামের ইমাদুলের বাড়িতে গিয়ে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন নারী-পুরুষ পুলিশের ওপর হামলা করেন। এ সময় তাঁরা পুলিশের কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্য ও কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশ সদস্যদের ওপর হামলা ঠেকাতে গিয়ে আহত হন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আছাদুজ্জামান আসাদের স্ত্রী মোছাম্মদ মাছুরা খাতুন। পরে আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহত কনস্টেবল রাবেয়া খাতুন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় ছয়–সাতজন পুরুষ এসে আমাকে বলে, হাত ছেড়ে দাও। হাত না ছাড়াই আমাকে এবং আমার সঙ্গে থাকা নারী কনস্টেবলকে মারপিট শুরু করে। তারা আমাদের বেধড়ক মারপিট করে।’

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, যশোর কোতোয়ালি থানার-পুলিশ কালীগঞ্জ থানার সহযোগিতায় বাকুলিয়া গ্রামের কিশোরী উদ্ধারে গেলে হামলার শিকার হয়। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনো এ বিষয়ে থানায় মামলা হয়নি।