শেষ পর্যন্ত ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর পিছিয়েই গেলো। নতুন সূচী অনুযায়ী আগামী বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে ভারত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি আজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে দুই দেশের ক্রিকেট বোর্ড ২০২৬ সালে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনে সম্মত হয়েছে। সিরিজের সূচি পরে ঠিক করা হবে বলে জানিয়েছে বিসিবি। চলতি বছরের ১৩ই আগস্ট ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল গিল-পান্তদের। মাস দুয়েক আগে সূচিও চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে ভারত সরকারের অনুমতি না পাওয়ায় বিসিসিআই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছিল না।
এরপর বিসিসিআই বিসিবিতে চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের ফেব্রুয়ারিতে সিরিজ আয়োজনের অনুরোধ করে। কিন্তু দুটি সময়েই আন্তর্জাতিক সিরিজ আয়োজনের সুযোগ নেই। ডিসেম্বরে বিপিএল আর ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হতে পারে। এ কারণে বিসিবি বিসিসিআইয়ের অনুরোধে সাড়া দিতে পারেননি। তবে বিসিবি থেকে জানানো হয়, দুই বোর্ডের মধ্যে সিরিজের নতুন সূচী নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনাতেই আগামী বছরের সেপ্টেম্বরে সিরিজ আয়োজন নিয়ে দুই বোর্ড একমত হয়েছে।