Hi

ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের রেকর্ড এখন ইংল্যান্ডের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০২:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৩৬ জন দেখেছে
এজবাস্টনের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন যেন ক্রিকেটীয় রোমাঞ্চে ভরপুর এক চলচ্চিত্র। দিনের শুরুতে ভারতের একতরফা দাপট, মাঝপথে জেমি স্মিথ ও হ্যারি ব্রুকের অবিশ্বাস্য ব্যাটিং শো, আর শেষ বিকেলে আবারও ভারতের জোরালো প্রত্যাবর্তন—সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের অনন্য এক অধ্যায়ের জন্ম দিল এই দিনটি।

দিনের শুরুতেই ভারতীয় বোলাররা আঘাত হানেন ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে। জো রুট ও বেন স্টোকসকে দ্রুত ফিরিয়ে দিয়ে চাপ সৃষ্টি করেন তারা।

স্টোকসের গোল্ডেন ডাক ভারতের আত্মবিশ্বাসে বাড়তি জ্বালানি জোগায়। তখনই ইংল্যান্ডের স্কোরবোর্ডে ৮৪ রানে ৫ উইকেট।কিন্তু এরপর দৃশ্যপট বদলে দেন জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। এই দুই ব্যাটারের অনবদ্য ব্যাটিংয়ে গড়ে ওঠে ৩০৩ রানের এক রেকর্ড জুটি।

স্মিথ খেলেন ২০৭ বলে ১৮৪ রানের ঝকঝকে ইনিংস, আর ব্রুক ২৩৪ বলে ১৫৮ রান করে কার্যত  ইংল্যান্ডকে ম্যাচে ফেরান। ভারতের হাতে ম্যাচ যেন তখন ফসকে যাচ্ছিল।তবে দ্বিতীয় নতুন বলেই ম্যাচ ঘুরিয়ে দেন আকাশ দীপ। দুর্দান্ত এক ইয়র্কারে ব্রুককে বোল্ড করে ফের পতনের সুর বেজে ওঠে ইংলিশ ইনিংসে।

পরপর উইকেট হারিয়ে ৫ উইকেটে ৩৮৭ থেকে ৪১৮ রানেই গুটিয়ে যায় পুরো দল। মাত্র ৩১ রানে শেষ পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড।এই ইনিংসে রেকর্ড যেমন গড়েছে, তেমনই কলঙ্কেও নাম লিখিয়েছে ইংল্যান্ড। দলের ১১ ব্যাটারের মধ্যে ৬ জনই আউট হয়েছেন শূন্য রানে। এক ইনিংসে ৬ ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়ার ঘটনা ইংল্যান্ডের ইতিহাসে এই প্রথম।

অথচ একই ইনিংসে ছিল ৩০০ রানের জুটি! এর আগে কোনো দল ৩০০+ রানের জুটি গড়েও এত কম রানে অলআউট হয়নি।একই সঙ্গে এই ইনিংসেই তৈরি হয়েছে আরো একটি অদ্ভুত রেকর্ড—এক ইনিংসে ৬ ব্যাটার ডাক মারার পরও সর্বোচ্চ দলগত রান, ৪১৮। এর আগে এই রেকর্ড ছিল বাংলাদেশের দখলে—২০২২ সালে মিরপুর টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ব্যাটার শূন্য রানে ফিরেও লিটন দাস ও মুশফিকুর রহিমের জুটিতে দল করেছিল ৩৬৫ রান। স্মিথ-ব্রুক জুটির কল্যাণে এবার সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল ইংল্যান্ড।

ট্যাগ :
জনপ্রিয়

ঝিনাইদহে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণে শিক্ষা অফিসারদের চাঁদাবাজী

বাংলাদেশের রেকর্ড এখন ইংল্যান্ডের

আপডেট : ০২:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
এজবাস্টনের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন যেন ক্রিকেটীয় রোমাঞ্চে ভরপুর এক চলচ্চিত্র। দিনের শুরুতে ভারতের একতরফা দাপট, মাঝপথে জেমি স্মিথ ও হ্যারি ব্রুকের অবিশ্বাস্য ব্যাটিং শো, আর শেষ বিকেলে আবারও ভারতের জোরালো প্রত্যাবর্তন—সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের অনন্য এক অধ্যায়ের জন্ম দিল এই দিনটি।

দিনের শুরুতেই ভারতীয় বোলাররা আঘাত হানেন ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে। জো রুট ও বেন স্টোকসকে দ্রুত ফিরিয়ে দিয়ে চাপ সৃষ্টি করেন তারা।

স্টোকসের গোল্ডেন ডাক ভারতের আত্মবিশ্বাসে বাড়তি জ্বালানি জোগায়। তখনই ইংল্যান্ডের স্কোরবোর্ডে ৮৪ রানে ৫ উইকেট।কিন্তু এরপর দৃশ্যপট বদলে দেন জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। এই দুই ব্যাটারের অনবদ্য ব্যাটিংয়ে গড়ে ওঠে ৩০৩ রানের এক রেকর্ড জুটি।

স্মিথ খেলেন ২০৭ বলে ১৮৪ রানের ঝকঝকে ইনিংস, আর ব্রুক ২৩৪ বলে ১৫৮ রান করে কার্যত  ইংল্যান্ডকে ম্যাচে ফেরান। ভারতের হাতে ম্যাচ যেন তখন ফসকে যাচ্ছিল।তবে দ্বিতীয় নতুন বলেই ম্যাচ ঘুরিয়ে দেন আকাশ দীপ। দুর্দান্ত এক ইয়র্কারে ব্রুককে বোল্ড করে ফের পতনের সুর বেজে ওঠে ইংলিশ ইনিংসে।

পরপর উইকেট হারিয়ে ৫ উইকেটে ৩৮৭ থেকে ৪১৮ রানেই গুটিয়ে যায় পুরো দল। মাত্র ৩১ রানে শেষ পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড।এই ইনিংসে রেকর্ড যেমন গড়েছে, তেমনই কলঙ্কেও নাম লিখিয়েছে ইংল্যান্ড। দলের ১১ ব্যাটারের মধ্যে ৬ জনই আউট হয়েছেন শূন্য রানে। এক ইনিংসে ৬ ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়ার ঘটনা ইংল্যান্ডের ইতিহাসে এই প্রথম।

অথচ একই ইনিংসে ছিল ৩০০ রানের জুটি! এর আগে কোনো দল ৩০০+ রানের জুটি গড়েও এত কম রানে অলআউট হয়নি।একই সঙ্গে এই ইনিংসেই তৈরি হয়েছে আরো একটি অদ্ভুত রেকর্ড—এক ইনিংসে ৬ ব্যাটার ডাক মারার পরও সর্বোচ্চ দলগত রান, ৪১৮। এর আগে এই রেকর্ড ছিল বাংলাদেশের দখলে—২০২২ সালে মিরপুর টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ব্যাটার শূন্য রানে ফিরেও লিটন দাস ও মুশফিকুর রহিমের জুটিতে দল করেছিল ৩৬৫ রান। স্মিথ-ব্রুক জুটির কল্যাণে এবার সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল ইংল্যান্ড।