ঝিনাইদহ পৌরসভায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার দ্রুত সংস্কার, দখল হওয়া খাল উদ্ধার, পরিকল্পা অনুযায়ী বাড়ি নির্মাণ ও নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
কর্মসূচীতে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ডা: মো. মুস্তাফিজুর রহমান, সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, সহ-সভাপতি এম এ কবির, আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জুয়েলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, ঝিনাইদহ শহরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যা নাগরিক দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, দখল হয়ে যাওয়া খাল এবং অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ভবনগুলোর কারণেই এই সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। তারা অভিযোগ করে বলেন, পৌরসভার পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বক্তারা আরও বলেন, খাল দখলমুক্ত করে পানি চলাচলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা দ্রুত সংস্কার করতে হবে এবং যত্রতত্র ভবন নির্মাণে কঠোর নজরদারি করতে হবে। এসব সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।