খুলনার দিঘলিয়া উপজেলার নন্দন প্রতাপ গ্রামে এক ভ্যানচালককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীর সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
শনিবার (২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার প্রতাপ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আলামিন শিকদার (৩৩)। তিনি নন্দন প্রতাপ গ্রামের কাওসার শিকদারের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।
ঘটনার বিষয়ে কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জামিল হোসেন বলেন, শনিবার ভোরে নিহত আলামিনের স্ত্রী’র সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ জেলা থেকে এসে তার উপর অতর্কিতে হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার পর ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। ঘটনার পরপরই আসাদুল পালিয়ে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের সাবেক স্ত্রীকে আলামিন কেন বিয়ে করলেন—এই ক্ষোভ থেকেই আসাদুল পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত আসাদুল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।