ঝিনাইদহের শৈলকুপায় মধু দাস (২৮) নামের এক মাদকব্যবসায়ীর ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে শহরের বাজারপাড়া এলাকায় এ অভিযান চালায় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। দন্ডিত মধু দাস বাজারপাড়া এলাকার মৃত মন্টু দাসের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, বাজারপাড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস ও শৈলকুপা থানার ওসি মাসুম খানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। সেসময় ১২ গ্রাম গাঁজা ও গাঁজা খাওয়ার সরঞ্জামসহ হাতেনাতে আটক করে। পরে আদালত বসিয়ে মধু দাসকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালতের বিচারক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস বলেন, ‘মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে শৈলকুপা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’