ঝিনাইদহের হরিণাকুন্ডু বাজার কমিটির উদ্যোগে পৌর এলাকার ব্যাংক বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাজার কমিটির সভাপতি তাইজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আইন শৃঙ্খলা সংক্রান্তে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার।
এছাড়াও বাজার কমিটির সেক্রেটারি মোহাম্মদ ফিরোজ আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।